Main Menu

মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউন এর বৈশাখী মেলা নিয়ে প্রস্তুতি সভা

মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড) এর আয়োজনে অনুষ্ঠিতব্য আগামী ১৩ এপ্রিল শনিবার বেলা ২ ঘটিকায় ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে ‘বৈশাখী উৎসব ২০১৯’ কে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি এবং করনীয় সভা আজ বিকেল ৩ ঘটিকায় নেপালী কমিউনিটি নেতা ঊষা খাদকার সভাপতিত্বে অস্থায়ী কার্যালয় ৯ ইয়র্ক স্ট্রীট (মিউচ্যুয়াল হোমস্ এর কার্যালয়), ইঙ্গলবার্নে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন  এনাম হক, জাহাঙ্গীর আলম, পারভেজ খান, মাসুদ চৌধুরী, টুঙ্গানাথ, মনির হোসেন, মো: শফিকুল আলম, আশিকুর রহমান এ্যাশ প্রমুখ।

সভায় স্টলের দায়িত্বে থাকা আশিকুর রহমান এ্যাশ আজ পর্যন্ত ২১ টি স্টল বরাদ্দ কনফার্ম করার কথা জানান এবং এক্সিকিউটিভ কমিটির সভা শেষে স্টল মালিকদের সাথে কাউন্সিলের বিধি সংক্রান্ত ইনফরমেশন সেসনে মিলিত হওয়ার কথাও জানান।

মাসুদ চৌধুরীর উত্থাপিত কালচারাল অনুষ্ঠানের কর্মসূচী উপস্থিত সদস্যগণের আলোচনা শেষে কিছুটা সংযোজন এবং বিয়োজন করে সর্বসম্মতক্রমে চুড়ান্ত করা হয়। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার দায়িত্ব  মনির হোসেনকে অর্পণ করা হয়। টুঙ্গানাথের প্রস্তাব অনুযায়ী সকল অংশগ্রহনকারীদের সার্টিফিকেট অব পার্টিসিপেশন দেয়ার প্রস্তাবও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তবে রিইউনিয়ন করে আনন্দঘনো অনুষ্ঠানে এই সার্টিফিকেট বিতরনের সিদ্ধান্ত হয়।মাসুদ চৌধুরী মাল্টি কালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউন যেহেতু ইনকর্পোরেটেড সেহেতু আইনানুগ সময়ের মধ্যে এক্সিকিউটিভ কমিটি পূনর্গঠনের বাধ্যবাধকাতা রয়েছে এবং সকল হিসাব সার্টিফাইড এ্যাকাউনট্যান্ট কর্তৃক অডিটপূর্বক আপডেট করার আইনগত দিক তুলে ধরেন। তিনি মেলা শেষে প্রথমত: এনুয়াল জেনারেল মিটিং এবং বিধি অনুযায়ী নির্বাহী কমিটি পূনর্ঠনের গুরুত্ব তুলে ধরেন। জরুরী কাজ থাকায়  এনাম হক সভাপতির অনুমতিক্রমে আরলি সভা ত্যাগ করলে তাঁর পরিবর্তে  মাসুদ চৌধুরী মেলা আয়োজনে যে প্রতিষ্ঠানসমূহ স্পন্সর করেছে এবং কতো পরিমান অর্থ দিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছে তা’ বিস্তারিত সভাকে জানান। তিনি আরো জানান যে মিউচুয়াল হোমস্ নির্ধারিত মিনিমাম এ্যামাউন্ট স্পন্সর হিসেবে প্রদান করবে এবং প্রয়োজনীয় ঘাটতি পূরনে বাকী অর্থ মিউচুয়াল হোমস্ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে।

সভার সভাপতি ঊষা খাদকা সকলকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক মেলা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সকলকে মেলা প্রচারে প্রতিদিন সামাজিক মাধ্যম ব্যবহারের অনুরোধ জানিয়ে সভা শেষ করেন।
 


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT