Main Menu

‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’- আরডার্ন

নিউজিল্যান্ডের মসজিদে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে। এদের অধিকাংশই মসজিদে নামাজ পড়তে আসা নিরীহ মুসল্লি। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এক বিবৃতিতেএই হামলার ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’বলে উল্লেখ করেছেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে কমপক্ষে দুই বন্দুকধারী ওই হামলা চালায়। এদের একজন নিউজিল্যান্ড এবং অন্যজনকে অস্ট্রেলিয়ার নাগরিক বলে উল্লেখ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজিল্যান্ড হ্যারাল্ড। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

এদিকে ঘটনার সময় দেশটিতে খেলতে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ওই মসজিদে জুমার নামাজ যাচ্ছিলেন বলে জানা গেছে। পরে হামলার কথা শুনে তারা ঘটনাস্থলের কাছ থেকে ফেরত আসেন। তারা সবাই ভাল ও নিরাপদে আছেন বলে জানা গেছে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT