Main Menu

আগামী ১৭ মার্চ হাসপাতালগুলোতে ফ্রি চিকিৎসা

আগামী ১৭ মার্চ রোববার সকল সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে সরকার। ওইদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে এ সেবা প্রদান করবে সারাদেশের সবগুলো সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওইদিন সকল হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। শিশু ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করা হবে। বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT