Main Menu

হাসপাতালে ভর্তি চয়নিকা চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী অসুস্হ হয়ে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ সকালে শুটিং স্পটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর এই তথ্য দিয়েছেন। তিনি জানান, ‌হঠাৎ করে প্রেসার কমে যাওয়ায় এমন হয়েছে। এখন চিকিৎসারত আছেন নির্মাতা চয়নিকা।

ঊর্মিলা বলেন, ‌‘আজ আমাদের নাটকের শুটিং ছিলো। আমরা সবাই সেটে ছিলাম। এমন সময় দিদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আপাতত অন্যরা শুটিং করছে। আমি দিদির সাথে রয়েছি। সূবর্ণা মুস্তাফা আপা উনার টেক কেয়ার করছেন।’

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে চয়নিকা চৌধুরীর।

উত্তরার আপন ঘর ১ শুটিং বাড়িতে তার নিজের নাটকের শুটিং ছিলো। ‘নীল রঙা মন’ শিরোনামের এই নাটকের শিল্পী ছিলেন ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রণীল, আইরিন আফরোজ ও লায়লা হাসান প্রমুখ।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT