Main Menu

 ক্যাম্বেলটাউন  স্টেডিয়ামের বৈশাখী মেলা নিয়ে  সাংবাদিক সম্মেলন ১৭ মার্চ 

মোঃ শফিকুল আলম: মাল্টিকালচারিজম বোঝাতে অস্ট্রেলিয়াতে নানান জাতি থেকে আগত মানুষদের কৃষ্টি এবং সংস্কৃতির এক চমৎকার কম্পোজিশন বোঝায়। এই সজ্ঞা অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি থেকে শুরু করে বৈষম্য দূরীকরন নীতি, সকল মানুষ আইনের চোখে সমান এই নীতি এবং সামাজিক বৈচিত্র সম্প্রসারণ ইত্যাদি সকল ক্ষেত্রে দৃশ্যমান। এই প্রেরনা থেকে মাল্টিপকালচারাল সোসাইটি, ক্যাম্পেলটাউন বাংলা নববর্ষ উজ্জাপন এবং তা’ অস্ট্রেলিয়ান মেইন স্ট্রীম কমিউনিটিতে উপভোগ্য করার জন্য প্রতিবছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করে থাকে। 

এবছর নতুন পরিকল্পনায় এবং নতুন আঙ্গিকে ক্যাম্পেলটাউন স্টেডিয়ামে (লিউমিয়া) বৃহত্তর পরিসরে এই আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়েছে।

আগামী ১৩ এপ্রিল শনিবার এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলা নববর্ষ প্রধানত: বাংলাদেশী বাঙ্গালী জনগোষ্ঠী, নেপালী, ভারতীয় এবং পাঞ্জাবীরা উদযাপন করে থাকে।

মেলার আয়োজন বর্নাঢ্য এবং উপভোগ্য করার জন্য মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্পেলটাউনের অর্গানাইজিং কমিটির এক প্রস্তুতি সভা নিউচ্যুয়াল হোমস্ ( মেলার প্রধান পৃষ্ঠপোষক) এর ইঙ্গলবার্ন অফিসে  এনাম হকের সভাপতিত্বে এবং কাউন্সিলর  মাসুদ চৌধুরীর সঞ্চালনায় আজ ৩ মার্চ বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। সভায় পাঞ্জাবী কমিউনিটি লীডার অমর সিংহ। নেপালী কমিউনিটি লীডার জনাব টুঙ্গানাথ, পাকিস্তানি কমিউনিটি জনাব পারভেজ খান তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সভায় আরো মতামত ব্যক্ত করেন যথাক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জাহাঙ্গীর আলম, ইসমাইল মিয়া, মাহবুব চৌধুরী, কাশ্মী আহমেদ, হ্যারী, শাইন, প্রাজওয়াইল, জুঁই, ট্যাবু, শফিকুল আলম প্রমুখ।

বক্তারা মেলার প্রচারের জন্য, লিফলেট, পোষ্টার, ব্যানার, সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। 
মেলার প্রস্তুতি, অগ্রগতি এবং কর্মসূচি আগামী ১৭ মার্চ প্রেস কন্ফারেন্স এবং ডিনার পার্টিতে সন্ধ্যা ৬টায় ইঙ্গলবার্নস্থ দাওয়াত রেস্টুরেন্টে বিস্তারিত জানানো হবে বলে সংগঠনটির সভাপতি এনাম হক এবং স্হানীয় কাউন্সিলর  মাসুদ চৌধুরী জানান। সভায় স্ব স্ব কমিউনিটির প্রকাশিত মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে এবং সামাজিক অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ সবাইকে মেলার সময় এবং ভেন্যু সম্পর্কে অবহিত করবেন বলেও সিগ্ধান্ত গৃহীত হয়। জনাব এনাম হক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT