বিরোধীদলীয় নেতার কক্ষে এরশাদ

জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় নেতার কক্ষে বসেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রধান বিরোধীদলীয় নেতার ভূমিকা পালন করছেন তিনি। আজ রোববার অধিবেশনে যোগ দিচ্ছেন এইচ এম এরশাদ। বিকেল ৪টার দিকে তিনি বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে রওনা দেন।
এইচ এম এরশাদের সঙ্গে আছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। এ সময় তাঁর ব্যক্তিগত স্টাফরাও ছিলেন। দশম জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ।