Main Menu

 ক্যাম্বেলটাউন  স্টেডিয়ামের বৈশাখী মেলা নিয়ে  মতবিনিময়

সিডনির ক্যাম্বেলটাউন স্টেডিয়ামে আগামী ১৩ এপ্রিল বৈশাখী মেলা আয়োজন করবে “মাল্টিকালচারাল সোসাইটি অফ ক্যাম্বেলটাউন”। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ ) ফেব্রুয়ারী স্থানীয় সময় বিকালে সংগঠনটির অস্হায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাল্টিকালচারাল কমিউনিটির বিভিন্ন স্তরের প্রবাসীদের নিয়ে আয়োজিত এ মতবিনিময়ে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনাম হকের। সভায় কাউন্সিলর মাসুদ চৌধুরী সহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালী কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।প্রবাসে বাঙালির প্রাণের এ উৎসবকে প্রাণবন্ত ও সার্বজনীন করতে এ সভার আহ্বান করা হয়েছে বলে উল্লেখ করেন আয়োজক সংগঠনের নেতারা।


সভায় সকলেই সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিটির সকলের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানান।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT