Main Menu

অবশেষে ব্যাংকক ছেড়েছে সেই সৌদি তরুণী

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ছেড়েছে সৌদি আরবের নাগরিক রাহাফ মোহাম্মদ আল-কুনুন (১৮)। জাতিসংঘের শারণার্থী বিষয়ক সংস্থা’র (ইউএনএইচসিআর )'তত্ত্বাবধানে' ব্যাংকক এয়ারপোর্ট ত্যাগ করেছে সে। থাইল্যান্ডের ইমিগ্রেশন পুলিশের প্রধান এ তথ্য নিশ্চিত করেছে। 

সোমবার সন্ধ্যায় থাই অভিবাসন বিভাগের প্রধান সুরাচাতে হাকপার্ন রাহাফের ব্যাংকক ত্যাগের তথ্য নিশ্চিত করেন।   তিনি জানান, রাহাফ মোহাম্মদ আল-কুনুনকে 'থাকার অনুমতি দেয়া হয়েছিল'। এবং সে 'ইউএনএইচসিআর’র তত্ত্বাবধানে বিমানবন্দর ছেড়ে গেছে'।

প্রসঙ্গত, ওই তরুণী পরিবারের সঙ্গে কুয়েতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে সে পালিয়ে আসে। থাইল্যাণ্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছে দেশটির সরকারের কাছে আশ্রয় চেয়েছিল রাহাফ। এরপর সে ব্যাংকক হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই ব্যাংককে তাকে আটক করা হয়। 

সে সময় রাহাফ জানায়, ইসলাম ধর্ম ত্যাগ করেছে সে। সৌদি আরবে জোর করে ফেরত পাঠালে তার পরিবার তাকে হত্যা করতে পারে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT