Main Menu

এক কৈ এক কেজি

বাগেরহাটের চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শনিবার হাটের দিন প্রায় এক কেজি ওজনের কৈ মাছ বিক্রি করতে দেখা গেছে। এ সময় উৎসুক লোকজন অনেকে এই কৈ মাছ দেখতে ভিড় জমান। একটি কৈ মাছ দুই থেকে তিনশ’ টাকা দাম হাকা হয়।

স্থানীয় মৎস্য শিকারী সাঈদ গাজী জানান, মাঠে একটি ডোবা সেচ দিয়ে এই কৈ মাছ ধরেছেন তিনি। এ বছর বিলে ও নদী-খালে প্রচুর কৈ পাওয়া যাচ্ছে। তবে এগুলি বেশিরভাগই হাইব্রিড জাতের।

মাছ ব্যবসায়ী ইরাইল খান ও সাদ্দাম শেখ জানান, প্রতিটি কৈমাছের ওজন দুইশ’ গ্রাম থেকে প্রায় এক কেজি ওজনের। এত বড় সাইজের কৈ মাছ খুব কমই দেখা যায়। এই সাইজের কৈ দেখে মন জুড়িয়ে যায়।

স্থানীয় মৎস্য কর্মকর্তা আল মামুন জানান, এটি থাই প্রজাতির হাইব্রিড কৈ। আকারে এ প্রজাতির কৈ খুবই বড় হয়ে থাকে। এটি এক সময় এলাকায় ব্যাপক চাষ করা হত।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT