Main Menu

‘১৪ সালে নির্বাচনে না যাওয়াটা ভুল ছিল না, এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়াটা আমাদের ভুল ছিলনা, এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো।

রবিবার সন্ধা ৭ টায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় ড. কামাল হোসেন ঘোষণা দিয়ে বলেন, এ প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আ স ম আবদুর রব, জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT