Main Menu

এবার কাবার মিনার ছুঁয়ে গেল পূর্ণিমার চাঁদ!

মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরিফ। আর চাঁদ হলো সুন্দরের তুলনা ও সুন্দরের প্রতীক। ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২৪ ডিসেম্বর ২০১৮’র প্রথম প্রহরে পূর্ণিমার চাঁদ দ্বিতীয় বারের মতো দুনিয়ার সবচেয়ে মর্যাদার স্থান পবিত্র কাবাঘরের একেবারেই ওপর নেমে এসেছে।

পবিত্র নগরী মক্কার অধিবাসীসহ সেখানে অবস্থানরত মুসলিম উম্মাহ অভাবনীয় ও সম্পূর্ণ ব্যতিক্রম এ দৃশ্য ফের অবলোকন করলো। পরিপূর্ণ চাঁদের আলোয় কাবা শরিফে উপস্থিত প্রত্যেকের অন্তরকেই যেন নিষ্পাপ আত্মার আলিঙ্গনে আবদ্ধ করেছে।

এর আগে গত ২৬ নভেম্বর দিবাগত রাতে প্রথম বার পবিত্র কাবা ঘরের ওপর চাঁদ দেখা গিয়েছিল, তবে সেটি ছিল অনেক ওপরে। কিন্তু আজকে চাঁদ তার পূর্ণ আকৃতি সুস্পষ্ট করে কাবা ঘরের ওপর প্রায় ১ ঘণ্টা (৫৮ মিনিট) অবস্থান করে।

আজ (২৪ ডিসেম্বর) রাত ১২ টা ২৮ মিনিটে পবিত্র কাবা ঘরের ওপর চাঁদ স্থির হয়। আর তা কাবা ঘরের ওপর থেকে যখন সরে যায় তখন ঘড়ির কাটায় রাত ১টা ৩১ মিনিট।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT