Main Menu

‘তাবলিগের নামে লাঠালাঠি ইসলামের আচরণ নয়’

তাবলিগের দুই পক্ষের মধ্যে ইজতেমার মাঠ দখল নিয়ে অপ্রীতিকর ও নির্মম ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘ইজতেমা ময়দান নিয়ে এরকম নির্মম লড়াই কেউ কামনা করে না। ইসলাম কখনোই এ ধরনের লাঠালাঠি, মারমুখি তাবলিগের কাজ সমর্থন করে না। এটা কখনো তাবলিগের কাজই হতে পারে না।’

অপ্রীতিকর এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে গতকাল এক বিবৃতিতে আল্লামা মাসঊদ বলেন, ‘টঙ্গীর এই নির্মম হতাহতের ঘটনার সঙ্গে যে বা যারাই থাকুক তাদের বিচারের আওতায় আনতে হবে।’

শনিবার দিবাগত রাতে বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় অফিস খিলগাঁও থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

তাবলিগের কাজ সরাসরি ‘নবীওয়ালা’ কাজ উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, ‘আমাদের প্রিয় নবী উম্মতের ওপর দাওয়াত ও তাবলিগের যে দায়িত্ব দিয়ে গেছেন তা পালনের এরকম লাঠালাঠির তো কোনো সুযোগ নেই। এ ধরনের জঘন্য অন্যায় ও অস্বাভাবিক প্রক্রিয়া কখনোই ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে না বরং ক্ষতি করবে। ক্ষতি হবে এ দেশের আলেম উলমা ও দ্বীনদরদি মানুষের।’

সব পক্ষকে ধৈর্য ও সংযমের আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘দীনের দায়ীদের সবচেয়ে বেশি সহনশীল হতে হয়। ধৈর্য ও সংযমের এখনই সবচেয়ে বড় সময়। পারস্পরিক সংঘাতের মাধ্যমে কালেমার আওয়াজ বুলন্দ করা সম্ভব নয়।’ হৃদ্যতা আর ভালোবাসার মাধ্যমেই জগতের মানুষকে আল্লাহর দিকে ডাকতে হয় বলেও মনে করেন তিনি।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT