Main Menu

জিহাদ দিবের ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত

 নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির গুরুত্বপূর্ন এমপি এবং শ্যাডো  এডুকেশন মিনিস্টার  জিহাদ দীব  ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।গত ১৫ নভেম্বর ব্যাংকস টাউনের একটি ফাংশন সেন্টারে এই ডিনার অনুষ্ঠিত হয়। ডিনারে ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। ডিনারে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
ফান্ড রাইজিং ডিনারের বিশেষ অতিথি  ছিলেন ফেডারেল এমপি টনি বার্ক।  এই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্হিতি প্রমান করে আমাদের সমাজ ব্যবস্থা কতটা বহুজাতিক, আর এই ধারা অব্যাহত রাখতে লেবার পার্টি’র  প্রার্থীদের নির্বাচিত জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে।

জিহাদ দীব এমপি আগামী নির্বাচন নিয়ে তার  প্রতিশ্রুতি গুলো তুলে ধরেন এবং তাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।

 

 

অনুষ্ঠানে লেবার পার্টি এনএসডব্লিউ এর সংগঠন, প্রশিক্ষণ ও নিয়োগ নীতি কমিটির সদস্য রিজওয়ান চৌধুরী  সহ লেবার পার্টির সিনিয়র নেতৃবৃন্দ , বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,লেবার সমর্থক কাউন্সিলর, স্থানীয় লেবার  পার্টির নেতা কর্মী সহ উল্লেখযোগ্য  সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন


 


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT