Main Menu

আগামী বছর থেকে পেনশন পাবেন বেসরকারি চাকরিজীবীরাও

আগামী বছর থেকে বেসরকারি চাকরিজীবীরা পেনশন ব্যবস্থার আওতাভুক্ত হবেন। এর জন্য ‘কন্ট্রিবিউটারি পেনশন ফান্ড’ নামে একটি ফান্ড চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।

নিয়োগ কর্তৃপক্ষের অংশগ্রহণে বেসরকারি খাতের চাকরিজীবীরা তাদের বেতনের একটি অংশ জমা রাখবেন এই ফান্ডে। এজন্য একটি সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে ।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই পেনশন ফান্ডের রূপরেখা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অর্থমন্ত্রীর কাছে এই রূপরেখা অনুমোদিত হওয়ার পর ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। আশা করা যায় ২০১৯ সাল থেকে সীমিত পর্যায়ে হলেও বেসরকারি খাতের পেনশন ব্যবস্থা চালু করা হবে।

বেসরকারি চাকরিজীবীদের পাশাপাশি সরকারি চাকরিজীবীরাও তাদের পেনশন জমা করবেন এই পেনশন কন্ট্রিবিউটারি ফান্ডে। তাই তো এই ফান্ড ‘সার্বজনীন ফান্ড’ হবে। একটি ‘কোড’ নম্বরের বিপরীতে অর্থ জমা করতে পারবেন চাকরিজীবীরা। চাকরি পরিবর্তন হলেও কোড নম্বরের কোনো পরিবর্তনের ঝামেলা থাকছে না। এই রূপরেখা অনুযায়ী অবসর নেওয়ার পর ওই কোডের বিপরীতেই সংশ্লিষ্ট ব্যক্তি পেনশন পাবেন।   

সরকার এই ফান্ডের টাকা বিভিন্নখাতে বিনিয়োগ করবে এবং এই মুনাফার অর্থ ফান্ডে অংশ নেওয়া চাকরিজীবীরাও পাবেন। তবে এই ফান্ডে অংশগ্রহণের জন্য কাউকে বাধ্য করা হবে না ।

২০১৪ সালের ৬ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেসরকারি খাতে পেনশন পদ্ধতি চালুর বিষয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় প্রথম কথা বলেছিলেন। এর প্রায় দুই মাস পরে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তব্যেও এ বিষয়ে তিনি কথা বলেন।

অর্থমন্ত্রী আবদুল মুহিত বলেন, নগরায়নের কারণে একক পরিবারের সংখ্যা বাড়ার সাথে সাথে ভবিষ্যতে আর্থিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীন হওয়ার ঝুঁকি বাড়ছে। এ ঝুঁকি মোকাবিলা করা সরকারের একার পক্ষে দুরূহ। তাই দেশের শ্রমজীবী মানুষসহ প্রবীণদের জন্য একটি সর্বজনীন ও টেকসই পেনশন পদ্ধতি চালু এখন সময়ের দাবি।

এ বছরের ২ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী সচিবালয়ের এক অনুষ্ঠানে সর্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান, এখন থেকে কাউকে আর পেনশনের হিসাব করা ও তার পেনশন নেওয়া নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে না। ১৯৮৩ খ্রিস্টাব্দে দেশে সর্বশেষ পেনশন ব্যবস্থার সংস্কার হয়েছিল । আজ যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা হবে যুগান্তকারী।

তিনি আরও বলেন, জাতীয় পেনশন পদ্ধতিতে সবাইকে ইনকরপোরেট করা হবে। দেশের প্রত্যেক নাগরিক এই সিস্টেমের বেনিফিট পাবে। এই সিস্টেমের রূপরেখা খুব দ্রুত ঘোষণা করা হবে। পেনশন ওঠাতে কাউকে আর ছোটাছুটি করতে হবে না।  


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT