Main Menu

হঠাৎ ড. কামালের চেম্বারে মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের নেতারা

ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। রাত সাড়ে ৮টার দিকে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে আরও উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, মহাসচিব তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৈঠক সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর ঐক্যফ্রন্টের মহাসমাবেশ উপলক্ষে সেখানে আলোচনা হচ্ছে। এছাড়া প্রথম দফায় সংলাপের পর ছোট পরিসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আরেকটি সংলাপ করা যায় কি না সে বিষয়েও ঐক্যফ্রন্ট নেতারা আলোচনা করছেন।

প্রধানমন্ত্রীর সাথে আরেক দফা সংলাপের জন্য চিঠি দেওয়া হবে কি হবে না সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে। গত ১ নভেম্বর সাত দফা দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের ২০ নেতা।

সংলাপ শেষ না হওয়ায় নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়েছে  ঐক্যফ্রন্ট। তফসিল পেছানোর দাবিতে শনিবার বিকেলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT