Main Menu

জেরুসালেমে দূতাবাস সরানোর পরিকল্পনা, অস্ট্রেলিয়াকে সতর্ক করল ইন্দোনেশিয়া

ইসরায়েলে নিযুক্ত দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করায় অস্ট্রেলিয়াকে সতর্ক করেছে ইন্দোনেশিয়া।

গত সোমবার ইন্দোনেশিয়ার পর্যটন বালিতে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বাণিজ্যিক চুক্তি বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকের পর অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান, যুক্তরাষ্ট্রের দেখানো পথে অস্ট্রেলিয়া যদি নিজেদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুসালেমে নিয়ে যায়, তাহলে ইন্দোনেশিয়া চরম নেতিবাচক প্রতিক্রিয়া দেখানোর কথা ভাববে।

তিনি আরো বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অস্ট্রেলিয়া সরকারকে সতর্ক করে টার্নবুল আরো জানান, ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র।  সে কারণে তেল আবিব থেকে দূতাবাস সরানোর আগে বিষয়টি আরো গভীরভাবে ভাবা উচিত বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইসরায়েলে নিযুক্ত তাদের দূতাবাস ঠিক কোথায় স্থানান্তর করা হতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT