Main Menu

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন লেগে একই পরিবারের তিনজনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। ২০ অক্টোবর ভোরে (শনিবার) দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিংসের ব্রিটস শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনীর দাগনভূঞা উপজেলার মোমিনুল হক খান (৫৭) এবং সোনাগাজী উপজেলার দুই ভাই মোশারফ (৩০) ও আনোয়ার (৩৫) এবং জামালপুরের ইব্রাহীম।

স্থানীয় ব্যবসায়ী বাদশা এবং জিয়া জানান, রাত ২টার দিকে তাদের নিজস্ব দোকানে আগুন লাগে। এসময় তারা দোকানের ভেতরে ছিলেন। আগুন লাগার পর তারা দোকান থেকে বের হতে পারেনি। সকালে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তারা আগুনে পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো যানা যায়নি।

এই ঘটনায় আর কেউ নিহত কিংবা আহত আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT