Main Menu

বিএনপির সমাবেশে থাকবে না জাতীয় ঐক্য

রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে থাকবেন না জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। যদিও এই সমাবেশের পরই লিঁয়াজো কমিটি ঘোষণার কথা জানিয়েছিলেন তারা।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা বলছেন, বিএনপির উচিত ছিল সমাবেশে তাদের নিমন্ত্রণ জানানো। তবে বিএনপি নেতারা বলছেন, দলের নিজস্ব সমাবেশে কোনো দলকেই নিমন্ত্রণ করা হয়নি।

জাতীয় ঐক্যের সমাবেশের অনুমতি না মেলায় ক্ষুব্ধ নেতারা।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির সমাবেশের দিকে নজর থাকবে জাতীয় ঐক্যের। এরপর আলোচনা হবে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার বিষয়ে।

বিএনপি বলছে এটি তাদের একক সমাবেশ। তাই ২০ দলীয় জোটসহ অন্য কোন রাজনৈতিক দলের নেতাদের নিমন্ত্রণ জানানো হয়নি। এমনটাই বলছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তবে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন বিএনপি ও জাতীয় ঐক্যের নেতারা।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT