Main Menu

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামীলীগ, অস্ট্রেলিয়া আয়োজিত জাতীয় শোক দিবস ২০১৮ পালিত হলো সিডনির হলিডে ইন হোটেলে | অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সদস্য বিশিষ্ট আইনজীবী জনাব স ম রেজাউল করিম | বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ হাই কমিশনারের প্রতিনিধি ফার্স্ট সেক্রেটারি মিসেস নাজমা আখতার, আওয়ামীলীগের উপদেষ্টা ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদুল হক | সংগঠনের সভাপতি জনাব সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকঃ পি এস চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই দোয়া ও শহীদদের আত্মার জন্য এক মিনিট নীরবতা পালন করা হয় | এর পর বর্তমান প্রজন্মের অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় | 

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে "বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ শীর্ষক সেমিনারের শুরুতেই সেলিমা বেগম আবৃত্তি ও তারই নির্দেশনায় ছোটদের পরিবেশিত বঙ্গবন্ধুকে নিয়ে গানের পর্ব সবাইকে মোহিত করে| এই পর্বে, ঐহিক কবিতা আবৃত্তি করেছে। ঈশান, আনান, সাফিনা বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছে |

 

মূল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংগঠনিক সম্পাদক

আব্দুল বারেক খান ,আইন বিষয়ক সম্পাদক রিজভী শাওন , সিনিয়র জয়েন্ট সেক্রেটারি গিয়াস উদ্দিন  মোল্লা,ড.স্বপন সাহা, ড.মলয় বিশ্বাস,সাংবাদিক ফজলুল বারী, ড. অরবিন্দ সাহা, সাংবাদিক আবু  রেজা আরেফিন, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড.রতন কুন্ডু, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা ড.মাসুদুল হক, অতিথি বক্তা সাংবাদিক ও কলামিস্ট অজয় দাসগুপ্ত ,বিশেষ অতিথি মান্যবর হাই কমিশনার এর প্রতিনিধি প্রথম সচিব নাজমা আখতার ও প্রধান অতিথি অ্যাডভোকেট শ.ম.রেজাউল করিম,আইন সম্পাদক , বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি |

 

মূলপর্বে স্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর স্বপ্নের সোনার বাংলার উন্নয়নের উপর মূল নিবন্ধের উপর আলোচনা করেন | পরিশেষে আগত অতিথিদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে সভাপতি শোক দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন -সংবাদ বিজ্ঞপ্তি


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT