Main Menu

সিডনির সংগীত উৎসবে অতিরিক্ত মাদক সেবনে ২ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি সংগীত উৎসবে সম্ভাব্য অতিরিক্ত মাদক গ্রহণের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবারের ওই ঘটনায় আরও এক ডজনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও কয়েকশ জনকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে । পুলিশ জানিয়েছে, ডেফকন ডট ওয়ান ফেস্টিভ্যালে ২৩ বছর বয়সী এক পুরুষ ও ২১ বছর বয়সী এক নারী অচেতন হয়ে পড়ার পর তাদের মৃত্যু হয়।হাসপাতালে ভর্তি ১৩ জনের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক এবং প্রায় ৭০০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সিডনির ইন্টারন্যাশনাল রিগাটা সেন্টার থেকে আটক ১০ ব্যক্তির বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগ এনেছে পুলিশ।আটকদের মধ্যে দুই কিশোর বয়সী রয়েছে; তারা উৎসবস্থলে ১২০টি ক্যাপসুল নিয়ে এসেছিল বলে অভিযোগ।এর আগে সম্ভাব্য অতিরিক্ত মাদক গ্রহণের ঘটনায় ২০১৫ সালে ২৬ বছর বয়সী এক যুবক ও ২০১৩ সালে ২৩ বছর বয়সী এক তরুণ মারা গিয়েছিল। এই বার্ষিক ড্যান্স, ট্রান্স ও টেকনো সংগীত উৎসবের আয়োজকরা তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, উৎসবে অবৈধ মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি জারি আছে। 

ওই বিবৃতিতে তারা বলেছেন, “আমরা এ বিষয়ে আপনাদের সচেতন করতে চাই যে, নিষিদ্ধ দ্রব্য ব্যবহারে মৃত্যুর সম্ভাবনাসহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এবং এই উৎসবে এগুলো কঠোরভাবে নিষিদ্ধ।” উৎসবের আয়োজক কিউ-ড্যান্স অস্ট্রেলিয়া হল্যান্ডের অনুষ্ঠান সংগঠক কিউ-ড্যান্সের একটি অংশ। ২০০৯ সাল থেকে তারা অস্ট্রেলিয়ায় এ উৎসবের আয়োজন করে আসছে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিষয়ে মন্তব্য জানার জন্য আয়োজকদের কাউকে পাওয়া যায়নি ।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT