Main Menu

২০০ টাকা ধার করে কোটিপতি দিনমজুর!

এই তো কদিন আগে অর্ধাহারে-অনাহারে দিন কাটত মনোজের। আর আজ সে কোটিপতি! দুঃস্বপ্ন রাতারাতি বদলে গেল সুদিনে। পঞ্জাব স্টেট লটারিজ সংস্থা সম্প্রতি লটারি বিজেতাদের নাম ঘোষণা করেছে। সেখানে দেখা যায় মনোজ দেড় কোটি টাকা জিতেছেন।

পঞ্জাবের সঙ্গুরুর জেলার মানদাভি গ্রামের বাসিন্দা মনোজ কুমার কয়েকদিন আগে একটি লটারি টিকিট কেনেন। ওই লটারির টিকিটের জন্য ২০০ টাকাও ধার করেছিলেন তিনি। পেশায় শ্রমিক মনোজের পক্ষে ২০০ টাকাই জোগাড় করতে কালঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু তার পরেই ঘুরে গেল তার ভাগ্যের চাকা। এই টাকা পরিবারের আর্থিক সমস্যা দূর করবে বলে আশাবাদী মনোজ।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT