Main Menu

ক্যাম্বেলটাউন কাউন্সিলের উদ্যোগে আউটডোর ব্যাডমিন্টন কোর্ট নির্মানের পরিকল্পনা


ক্যাম্বেলটাউন কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় কারনে ক্যাম্বেলটাউন কাউন্সিল বেশ কয়েকটি আউটডোর ব্যাডমিন্টন কোর্ট নির্মানের পরিকল্পনা গ্রহন করেছে। এর আগে তিনি  কাউন্সিলের সভায় ক্যাম্বেলটাউন এলাকায়  আউটডোর  ব্যাডমিন্টন কোর্ট নির্মানের নির্মাণের প্রস্তাব করেন এবং তা পাশ করা হয়।ক্যাম্বেলটাউন কাউন্সিল  এখন এই ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের সম্ভাব্য স্হান নির্ধারন করে একটি প্রতিবেদন দেবে। 

এই ব্যাপারে কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, এই বছরের মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্টে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আমাকে বেশ অনুপ্রানিত করছে,  যা বাংলাদেশিরা সিডনিতে গত ১০ বছর ধরে  আয়োজন করে আসছে। এছাড়া  আমরা প্রায় সকলেই শৈশবে ব্যাডমিন্টন খেলেছি। ফলে এই খেলাটির উপর আমার বিশেষ দূর্বলতা থেকে এই উদ্যোগটি নিয়েছি।
তিনি আরো বলেন "ক্যাম্বেলটাউনে এশিয়ান এবং উপমহাদেশের  অভিবাসীর সংখ্যা বাড়ছে ফলে  ব্যাডমিন্টন কোর্ট নির্মানের পরিকল্পনা তাদের বিনোদনমূলক উদ্যোগের সহায়ক হবে।

স্থানীয় বসিন্দাদের মতামতের উপর ভিত্তি করে  কাউন্সিলের  চুড়ান্ত অনুমোদন সাপেক্ষে এই নির্মান কাজ শুরু হবে।তাই তিনি  প্রস্তাবটির উপর  সকলেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে সমর্থন দেওয়ার আহবান জানান।

প্রসঙ্গত গত ৫ ই আগষ্ট  অনুষ্ঠিত মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন টুর্নামেন্টটি সিডনিতি বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে যেখানে সর্ব স্তরের জনসাধরনের সাথে ছিল কাউন্সিলের মেয়র ও সংসদ সদস্যদের সরব উপস্হিতি । এর মধ্যে  
ক্যাম্বেলটাউন কাউন্সিলের উদ্যোগে ব্যাডমিন্টন কোর্ট নির্মানের পরিকল্পনা ব্যাডমিন্টন প্রেমীদের জন্য নিঃ সন্দেহে খুবই খুশির সংবাদ।

Picture: Chris Lane

macarthuradvertiser


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT