Main Menu

কেন ভেঙে যায় সংসার?

সাম্প্রতিক সময়ে দেশের শোবিজ অঙ্গনে ঝড় তুলেছে শাকিব খান-অপু বিশ্বাস, নিলয়-শখ, শিমুল-নাদিয়া, হৃদয় খান-সুজানা, সারিকা, সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ, সালমা, বাঁধন, আরফিন রুমিসহ বেশকিছু তারকার সংসার ভাঙার খবর।

তারকাদের সংসার আর বালির বাঁধকে একই চোখে দেখেন সাধারণ মানুষেরা। অনেকেই আবার বলেন তারকাদের সংসার তাসের ঘরের মতো। যে যাই বলুক এদের মিল একই জায়গায় তাহলো ক্ষণস্থায়ী। গড়তেও সময় নেয় না আবার ভাঙতেও সময় লাগে না। অনেকেই আফসোস করে বলেন এমনটা হওয়ার কথা না। কিন্তু কেন?

এ ভাঙ্গন নিয়ে আইনজীবী তোরা সাহা বলেন, “শোবিজ তারকাদের সংসার ভেঙে যায় বলে এক ধরণের কথা প্রচলিত আছে। আসলেই কী শুধু শোবিজ তারকাদেরই সংসার ভেঙে যায়? নাকি শোবিজ তারকারা জনপ্রিয় বলে তাদের সংসার ভাঙার খবরটা গণমাধ্যমে একটু বেশিই গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়?”

তিনি বলেন, “আমাদের সমাজে সাধারণ মানুষদের মধ্যেও অনেকের সংসার কিন্তু ভাঙছে। শোবিজ তারকাদের খবরটা সবাই জানতে পারেন। অন্যদের এমন খবর খুব বেশি মানুষ জানতে পারেন না।”

তাদের মধ্যে বেশিরভাগই ভালোবেসে ঘর বেঁধেছিলেন। ভালোবাসার সেই ঘরও টেকেনি। সংসার যেন এক পুতুল খেলা। ইচ্ছে হলো খেলতে বসো, ইচ্ছে হলো না তো পুতুল ভেঙে খেলা বন্ধ করে দাও।

মঞ্চ অভিনেতা মাহফুজ সুমন বলেন, ‘শোবিজ তারকাদের সংসার ভাঙার বিপরীতে সুখী দাম্পত্য জীবনের অনেক উদাহারণও কিন্তু আমাদের চারপাশে আছে। তবে আমাদের প্রজন্মের মাঝে এখন অস্থিরতা বেশি। ক্যারিয়ার-জীবন নিয়ে যারা অস্থিরতায় ভুগে তাদেরই দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়। এক্ষেত্রে শোবিজ তারকাদের কর্ম পরিধিটা যখন একটু বেশি ছড়ানো, ফলে তাদের সংসার জীবনে অনেক বেশি সমন্বয় এবং বোঝাপড়াটা জরুরি।’

গত ২৬ মে বিবাহিত জীবনের এক যুগ পেরিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। সুখি দাম্পত্য সম্পর্কের উদাহারণ হিসেবে কেউ কেউ দীপা-শাহেদকে সামনে তুলে ধরেন। বিবাহিত জীবনের এক যুগ পেরিয়ে দীপা ফেসবুকে লিখেছিলেন, ‘ফুলের বিছানায় শুয়ে বসে জীবন পার করতে পারিনি, কেউই পারে না। খুব সহজ ছিল না আমাদের এই পথচলা। অনেক কঠিন, মাঝে মাঝে মনে হতো অসম্ভব। তারপর ভেবেছি আমাকে পারতেই হবে। আজ ১২ বছর পার করলাম।’

দীপা খন্দকার বলেন, ‘‘অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চেয়েছিল, ‘বিয়ের পর কেমন আছেন? আপনি কি সুখী?’ আমি তাদের বলতাম, ‘এখনই কীভাবে বলবো, সুখী কিনা। ৫ বছর যাক তারপর বলি।’ ১২ বছর পর বলছি ভাই বোনেরা, ‘আমরা কিন্ত ভালো আছি। আলহামদুলিল্লাহ। এভাবে বাকি জীবন থাকতে চাই, দোয়া করবেন।”

তারকাদের সংসার ভাঙা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী বলেন, ‘দেখেন সবাই কিন্তু এক নয়। তারকারা বেশি উচ্চাবিলাসি। সংসারে খুব একটা সময় দিতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই স্বামী অথবা স্ত্রীর সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। পুরুষ অভিনেতাদের পরকীয়ায় জড়িয়ে যাওয়ার ফলেও সংসারে ভাঙন ঘটে।’


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT