Main Menu

মেলবোর্ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন ও কাউন্সিল ২০১৮ অনুষ্ঠিত

গত শনিবার (৪ঠা আগস্ট, ২০১৮) অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে বাংলাদেশ আওয়ামী লীগ, মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া শাখার সকল নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে কর্মী সম্মেলন ও কাউন্সিল ২০১৮ অনুষ্ঠিত হয়।  মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোল্লা মোঃ রাশিদুল হক। অনুষ্ঠানের শুরুতে মোল্লা মোঃ রাশিদুল হক শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার, স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ সহ বাংলাদেশের জন্যে প্রান দানকারী সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।  এরপর তিনি ২০১৩ সাল থেকে ২০১৮ পর্যন্ত মেলবোর্ন আওয়ামী লীগের দলীয় ও সামাজিক কর্মকাণ্ড সবার সামনে তুলে ধরেন। তিনি আরও জানান যে, গত এপ্রিল মাসে অষ্ট্রেলিয়া সফরেরে সময় অষ্ট্রেলিয়ার অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে তারা দলীয় বিভিন্ন কর্মকাণ্ড তাঁর সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে গত কয়েক বছরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের এক সংক্ষিপ্ত বিবরনসহ এক পুস্তিকা অনুষ্ঠানে আগত সবার মাঝে বিতরন করা হয়।

এরপর মেলবোর্ন আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আজহারুল ইসলাম সোহাগের প্রস্তাবনায় ড. আলম মাহবুবকে পূণরায় সভাপতি ও সহ-সভাপতি জনাব শহিদুল ইসলাম সরকারের প্রস্তাবনায় মোল্লা মোঃ রাশিদুল হক কে সাধারন সম্পাদক নির্বাচন করে আগামী ৩ বছরের জন্যে মেলবোর্ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এস এ রহমান অরু মেলবোর্ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সোহাগ,  মেলবোর্ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম সরকার,   বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জ্বালানী বিশেষজ্ঞ  খন্দকার সুফি সালেক। এছাড়া টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক  মোহাম্মদ আলী সিকদার, ও ক্যানবেরা আওয়ামী লীগের সভাপতি ব্যারিস্টার শামীম আলম। অনুষ্ঠানশেষে টেলিফোনে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান সিডনী আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক সম্পাদক গাউসুল শাহজাদা আলম, সিডনী আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফয়সাল আজাদ, ক্যানবেরা আওয়ামী লীগের সধারন সম্পাদক রিপন খন্দকার সহ আরও অনেকে।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT