Main Menu

অল্পের জন্য বেচে গেলেন মাহবুবউল আলম হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ অল্পের জন্য বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার প্রচারণার শেষে তাঁর নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার আসার পথে রবিবার বিকালে রাজবাড়ী জেলার কালুখালি নামক এলাকা সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনার শিকার হন।

তবে এই দুর্ঘটনায় তার গাড়ীর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও তিনি অক্ষত আছেন বলে জানা গেছে। প্রিয় নেতা সুরক্ষিত থাকায় দলের নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করার পাশাপাশি নেতার দীর্ঘায়ু কামনা করেন।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT