Main Menu

শ্যামল দত্তের সাথে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়

গত ২৪ জুলাই ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সাথে  অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব দুই দেশের সংবাদ মাধ্যমের সম্পাদক ও সংবাদ মাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে একটি মত বিনিময় সভা  সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে  আয়োজন করে। সংগঠনের সভাপতি  রহমত উল্লাহর সভাপতি ও কলামিস্ট ড. শাখাওয়াত নয়ন’র সঞ্চাচলনায়  মতবিনিময়  বক্তব্য রাখেন মাসিক  প্রশান্তিকা পত্রিকার  সম্পাদক আতিকুর রহমান, মাসিক মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীম, এস বি এস বাংলা বিভাগের প্রধান আবু রেজা আরেফিন, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউসাউথ ওয়েলসের   সাবেক সভাপতি ফজলুল হক শফিক, প্রবীন আওয়ামী লীগ নেতা গামা আব্দুল কাদির,  কলামিস্ট ও ছড়াকার অজয় দাশগুপ্ত প্রমুখ।

মতবিনিময় সভার বিষয় ছিল “আধুনিক গণমাধ্যম, সংকট ও ভবিষ্যত”। বিষয়টির উপর আলোকপাত করতে গিয়ে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন “ বর্তমান সময়ের দুটি বড় গনতান্ত্রিক দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত। গত চার বছরে ভারতের প্রধানমন্ত্রী একটি বার কোন সংবাদ সম্মেলনের আয়োজন করেননি  অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহনের পর বলেছেন সাংবাদিকরা হচ্ছে জনগনের শত্রু, এর  দ্বারা বোঝা  যায় তারা গণমাধ্যমকে  তাদের প্রতিপক্ষ ভাবেন  বা গণমাধ্যমের কোন প্রয়োজনীয়তা অনুভব করেন  না, সরকার বা শাসক গোষ্ঠীর এই প্রবনতা  আধুনিক গণমাধ্যমের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গে বলেন, ভঙ্গুর গনতন্ত্র ও সু শাসনের  অভাবের মধ্যও  বাংলাদেশের গণমাধ্যম গুলো যে কোন সময়ের যে বেশি স্বাধীনতা ভোগ করছে তবে সাংবাদিক মধ্যে সেলফ সেন্সরশীপের প্রবনতা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

তিনি আরো বলেন,  সারা বিশ্বে ছড়িয়া থাকা  প্রবাসীরা যে ভাবে বাংলা ভাষা তথা বা সাংবাদিকতার চর্চা করেন  তা নজির বিহীন। বাংলাদেশী হিসাবে এটা নিঃ সন্দেহে  আমাদের গর্বের বিষয়।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT