Main Menu

অস্ট্রেলিয়ায় যৌন হয়রানির ঘটনা গোপনের দায়ে আর্চবিশপ'র কারাদণ্ড

শিশুকে যৌন নির্যাতনের ঘটনা গোপন করার অভিযোগে অস্ট্রেলিয়ার এক যাজককে মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বৈশ্বিকভাবে এই অভিযোগে দণ্ডিত সবচেয়ে সিনিয়ার ক্যাথলিক ধর্মগুরু অস্ট্রেলিয়ার অ্যাডেলেডের আর্চবিশপ ফিলিপ উইলসন।

এর আগে তাকে দোষী সাব্যস্ত করা হয় গত মাসে নিউ সাউথ ওয়েলসের এক আদালতে। তিনি যে অভিযোগের ভিত্তিতে সাজা পেলেন তা ১৯৭০ সালে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায়।

সেই সময় নির্যাতনের ঘটনা জানা সত্ত্বেও বিষয়টি চেপে রেখেছিলেন তিনি। চলতি বছরের মে মাসে আদালতে প্রমাণ হয় সহকর্মী জেমস প্যাট্রিক ফ্লেচারের এক অলটার বয়কে যৌন নির্যাতনের ঘটনা তিনি আগে থেকেই জানতেন। তবে সে ব্যাপারে  কোনো ব্যবস্থা নেননি তিনি।

ফিলিপ চেপে গেলেও ২০০৪ সালে জেমস ফ্লেচারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণ হয়। পরে তার কারাদণ্ডও দেয় আদালত। ২০০৬ সালে সাজা ভোগ করা অবস্থায় কারাগারেই মারা যান তিনি।

যদিও ফিলিপ নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। ৬৭ বছর বয়সী এই যাজক আলঝেইমার রোগে ভুগছেন বলে দাবি তার আইনজীবীর।

নির্যাতনের শিকার অলটারবয় পিটার ক্রেইগ আদালতে বলেছেন, নির্যাতিত হওয়ার পাঁচ বছর পর ১৯৭৬ সালে তিনি নিজেই ওই ঘটনা ফিলিপকে জানিয়েছিলেন। কিন্তু সব জেনেও ওই কথোপকথনের কিছুই মনে নেই বলে আদালতকে জানান ফিলিপ। অবশ্য বিচারক স্টোন নাকচ করে দিয়েছেন ফিলিপের দাবি।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT