Main Menu

সৌদি আরবে নিহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে!

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হবার খবর পাওয়া গেছে। গণমাধ্যমের খবরে প্রকাশ, বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে একটি মিনিবাসে করে ডিউটিতে যাচ্ছিলেন প্রবাসীরা। এ সময় বাসটির চাকা বিস্ফোরিত হয়ে পাশে ছিটকে পড়লে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে বাসটি ধাক্কা খায়। এতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১২ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের লোহাগাড়ার সৈয়দ হোসেন, ইস্রাফিল শেখ, মাগুড়ার শাহ আলম।

 


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT