Main Menu

চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ, অস্ট্রেলিয়ার উদ্বেগ

চীনা পণ্য আমদানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের সমালোচনা করেছে অস্ট্রেলিয়া।শনিবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে দেশটির বাণিজ্যমন্ত্রী স্টিভেন কিয়েবো জানান, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ এবং পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের ওপর চীনের শুল্কারোপ বিশ্ব বাণিজ্য বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে।

গত শুক্রবার মেধাস্বত্ব চুরির অভিযোগ তুলে চীনা প্রযুক্তিনির্ভর পণ্যের ওপর ২৫ শতাংশ করারোপ করে ওয়াশিংটন। এর কয়েক ঘণ্টা পরই মার্কিন পণ্যের ওপর সমপরিমাণের শুল্কারোপের ঘোষণা দেয় বেইজিং।

আর দুই অর্থনৈতিক পরাশক্তির এই পাল্টাপাল্টি অবস্থানে বাণিজ্যযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT