Main Menu

জোরেসোরেই চলছে 'বাংলাদেশ নাইট ২০১৭'র প্রস্তুতি

বছর ঘুরেই আসছে আগামী ৪ নভেম্বর ২০১৭ লিভারপুল এর উহিটলাম সেন্টারে আযোজিত হতে যাচ্ছে এবারের বাংলাদেশ নাইট। ২৫০০ আসন বিশিষ্ট এই সেন্টারে বাংলাদেশী কোনো অনুষ্ঠান এবারই প্রথম আযোজিত হতে যাচ্ছে। বলিউডের বিভিন্ন নামকরা শিল্পীদের অনুষ্ঠানের জন্য এই ভেন্যুটি বেশ বিখ্যাত।

লিসেন ফর  সূত্রে জানা যায়,এবারের আয়োজন মাতাতে  জেমস আসছেন নগরবাউল নিয়ে, আসছে অর্থহীন  এবং বাংলাদেশের সিনেমা জগতের আলোচিত নাম অনন্ত জলিল। মুনমুনের উপস্হাপনায় আরো থাকবেন ডিজে রাহাত। ইতিমধ্যে সব শিল্পীদের ভিসা হয়েছে। এছাড়া এবারের আযোজনেক সফল এবং  দর্শকদর আরো বেশি বিনোদন দেবার জন্য বাংলাদেশ নাইট এই প্রথম জাইলোব্যান্ড। প্রযুক্তি ব্যবহার করা হবে। এটা সেন্ট্রালি কনট্রোল্ড লাইটনিং ব্যান্ড।সব দর্শকদের হাতে থাকবে। যেটা  অনুষ্ঠানের বিশেষ বিশেষ মুহূর্তে সবার জাইলোব্যান্ড একসঙ্গে জ্বলে ওঠে। অনুষ্ঠানের প্রবেশকালীন সময়ে সবাইকে এই ব্যান্ড দেওয়া হবে এবং অনুষ্ঠান শেষে তা আবার ফেরত নেওয়া হবে। এই প্রথম দক্ষিন এশিয়া উপমহাদেশের কোন অনুষ্ঠানে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এর আগে এই জাইলোব্যান্ড সিডনিতে COLDPLAY কনসার্ট ব্যবহার করা হয়েছিল।


ADVERTISEMENT

Contact Us: 8 Offtake Street, Leppington, NSW- 2569, Australia. Phone: +61 2 96183432, E-mail: editor@banglakatha.com.au , news.banglakatha@gmail.com

ADVERTISEMENT